বিছানার চাদর ও কাথার রঙ যদি পরস্পরের সাথে মানানসই হয়, তাহলে ঘরের পুরো লুকই বদলে যায়। আপনি যদি হালকা রঙের দেয়াল ব্যবহার করেন, তাহলে গাড়ো রঙের চাদর ও কমফোর্টার বেছে নিতে পারেন। আবার হালকা ও ন্যাচারাল টোনের কাথা, যেমন অফ-হোয়াইট, প্যাস্টেল ব্লু বা মিন্ট গ্রিন – এগুলো ঘরে প্রশান্তির ছোঁয়া আনে।
#বিছানার চাদর, #কাথা, #কমফোর্টার
আপনি যদি বিছানার চাদর, কাথা, বালিশ ইত্যাদি অনলাইনে কিনতে চান, তাহলে আমাদের DreamCollectionShop একদম পারফেক্ট জায়গা। এখানে আপনি পাবেন মানসম্মত, স্টাইলিশ এবং সাশ্রয়ী দামের হোম টেক্সটাইল কালেকশন।